
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর কোপা ডেল রে’র ষোড়শ রাউন্ডের ম্যাচে তারা ৫-১ গোলে রিয়াল বেটিসকে হারায়। কিন্তু সেই কাতালানরাই সাম্প্রতিক সময়ে অন্যরকম আচরণ করছে লা লিগায়। পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে বার্সা ১-১ গোলে ড্র করেছে।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে যথারীতি দাপুটে ফুটবলই খেলেছে হ্যান্সি ফ্লিকের দল। দুই দলই একটি করে গোল করেছে প্রথমার্ধে। বার্সার জার্সিতে দারুণ সময় কাটানো জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন গেটাফের মাউরো আরামবারি। পয়েন্ট খোয়ানো বার্সা পুরো ম্যাচে বলের দখল রেখেছিল ৭৮ শতাংশ এবং শট নেয় ২১টি। বিপরীতে ১০ শট নিয়ে তাদের প্রায় সমান ৪টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম ভালো সুযোগেই কাতালানরা এগিয়ে যায়। প্রথম দফায় কুন্দের শট ঠেকিয়ে দিলেও, আবারো বল পেয়ে ফরাসি ডিফেন্ডার সেটি জালে জড়ান।
বার্সার আক্রমণে তটস্থ হয়ে থাকা গেটাফে কিছুটা ভিন্ন ধারার আক্রমণে সমতায় ফেরে ৩৪ মিনিটে। বক্সের ভেতর থেকে স্বাগতিক এক ফুটবলারের ভলি গোলরক্ষক ইনাকি পেনা এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের স্কোরলাইন দাড়ায় ১-১।
বিরতির পর লামিনে ইয়ামালের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে চলে যায়। এরপর দুই দফায় তাদের আক্রমণ ঠেকান স্বাগতিক গোলরক্ষক। শেষ পর্যন্ত আরও কয়েকটি আক্রমণ অব্যাহত রাখলেও আর গোলের দেখা পাওয়া হয়নি কারো । ফলে পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচটি শেষ হয়েছে।
আরও পড়ুন: