শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ব্যাট দিয়ে ক্যামেরা ভাঙচুর, প্রায় কোটি টাকা জরিমানা মেদভেদেভের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৫৩

শেয়ার

ব্যাট দিয়ে ক্যামেরা ভাঙচুর, প্রায় কোটি টাকা জরিমানা মেদভেদেভের
ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। তবে এবারের টুর্নামেন্টটা দানিল মেদভেদেভের জন্য শুভ হয়ে আসেনি। তিনি বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই। তবে বাদ পড়েও নিস্তার নেই, তাঁকে এবার গুণতে হবে প্রায় কোটি টাকা জরিমানা।

তা কেনো এই জরিমানা? কারণ অবশ্য কম গুরুতর নয়। প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের কাসিদিত সামরেজের খেলেছেন মেদভেদেভ। এই ম্যাচে প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে যান মেদভেদেভ। তৃতীয় সেটও যখন হারতে বসেছেন তখনই মেজাজ হারান তিনি।

রাগে নেটের কাছে গিয়ে সর্বোচ্চ শক্তিতে র‍্যাকেট দিয়ে নেট ক্যামেরাইয় আঘাত করেন তিনি। তাঁর করা আঘাতেই ক্যামেরা ভাঙে, এমনকি তাঁর ব্যাটও ভেঙে যায়। এ ঘটনায় তাঁকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ঘটনা এখানেই শেষ নয়। এরপর দ্বিতীয় রাউন্ডে লার্নার তিয়েনের বিপক্ষে ম্যাচে তিনি হেরে বিদায় নেন। ১৯ বছর বয়সী তিয়েনের বিপক্ষে হারের ম্যাচে বিজ্ঞাপনী বিলবোর্ডে র‍্যাকেট ছুঁড়ে মেরেছিলেন তিনি। এছাড়া আম্পায়ারের সঙ্গেও তর্কে জড়িয়েছিলেন।

সবমিলিয়ে ৬৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে মেদভেদেভকে। আর ক্যামেরা ভাঙার জরিমানা ১০ হাজার ডলার, তাই ৭৬ হাজার ডলার জরিমানা গুণতে হবে রাশিয়ান এই টেনিস তারকাকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯২ লাখ টাকার বেশি।

banner close
banner close