শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ২০:১৫

শেয়ার

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কার্লো আনচেলত্তির। কিন্তু তার আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম ওয়ানদা সেরোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তার এই মেয়াদে বেশ কিছু সাফল্য পেয়েছে দল। জিতেছে একাধিক শিরোপা। এমনকি ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচও এখন আনচেলত্তি।

তার অধীনে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল।

২০২৩ সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন। তবে ৬৫ বছর বয়সী এই কোচ বর্তমানে অবসর নেওয়ার কথা ভাবছেন না। অন্য কোথাও কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

আনচেলত্তি ক্লাব ছাড়লে বায়ার লেভারকুজেনের কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো হতে পারেন রিয়ালের নতুন কোচ।

banner close
banner close