শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত : আইসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত : আইসিসি
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদ যেন ‘শেষ হইয়াও হচ্ছে না শেষ’। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফর করতে চায়নি ভারত। দীর্ঘ অচলাবস্থার পর সে সংকট কেটেছে। ভারত নিজেদের ম্যাচ আরব আমিরাতে খেলবে–এমন শর্তে সম্মতি দিয়েছে পাকিস্তান। এবার নতুন করে জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে আপত্তি তুলেছে ভারত।

জানা গেছে, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়মের ব্যত্যয় ঘটাতে চাচ্ছে ভারত। রোহিতদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতের এমন সিদ্ধান্তের কথা শুনে বেজায় চটেছে পাকিস্তান। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। প্রথমে তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং তারা পাকিস্তানের পাশে থাকবে।’

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ আইসিসি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে একই নিয়মে জার্সিতে টুর্নামেন্টের লোগো রাখতে হবে।

এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘এটি প্রতিটি দেশেরই দায়িত্ব যে তারা তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো রাখবে। এই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক।’

আইসিসির পক্ষ থেকে এই বার্তার পর ভারত তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

banner close
banner close