শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নিজেদের মাঠে ২-১ গোলে লিলকে হারালো লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১৩:১৪

শেয়ার

নিজেদের মাঠে ২-১ গোলে লিলকে হারালো লিভারপুল
ছবি: সংগৃহীত

৯ বছর লিভারপুল খেলেছে আক্রমণাত্মক ধারার কাউন্টারেপ্রেসিং ফুটবল। নতুন মৌসুমে নতুন কোচ আর্নে স্লট লিভারপুলকে শেখালেন খানিক ধীরগতির ফ্লুইড মোশনের খেলা। আর তাতে ফলাফল এলো রাতারাতি। নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফরাসি ক্লাব লিলকে হারাতে অবশ্য খানিক কাঠখড় পোড়াতে হয়েছে লিভারপুলকে। ১০ জনের দলকে পেয়েও অলরেডদের জয় ২–১ গোলে। আর এই জয় দিয়ে রীতিমত ইতিহাস গড়েছেন লিভারপুল ম্যানেজার আর্নে স্লট।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সাত ম্যাচেই জিতলেন তিনি। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে হ্যান্সি ফ্লিক নিজের প্রথম সাত ম্যাচ জিতেছিলেন বায়ার্ন মিউনিখের কোচের ভূমিকায়।

ঘরের মাঠে উপভোগ্য খেলাই উপহার দিয়েছে লিভারপুল। যদিও গোল পেতে সময় লেগেছে ৩৪ মিনিট পর্যন্ত। দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৯ মিনিটে আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দারুণভাবে ঘুরে দাড়ায় লিল। ৩ মিনিট পরেই জোনাথন ডেভিডের গোলে সমতা লিল।

তবে ৬৭ মিনিটে বদলি হার্ভি এলিয়টের গোলে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। ৭ ম্যাচের সবকটায় জয় নিয়ে এখন পর্যন্ত সবার ওপরেই আছে আর্নে স্লটের দল।

 

banner close
banner close