
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। অনুষ্ঠানে বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, কোচিং স্টাফ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৈয়দ আজিজ এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রিকেট দল শুধু আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা বৃদ্ধি করছে না, বরং অন্যান্য দেশের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতেও ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথা জানান।
এসময় তিনি মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলের সফল অংশগ্রহণ বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া এবং বোর্ডের কর্মকর্তারা বক্তব্য দেন।
আরও পড়ুন: