শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

তানজিদের দুর্দান্ত ইনিংসে চিটাগাংকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ২২:২০

শেয়ার

তানজিদের দুর্দান্ত ইনিংসে চিটাগাংকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা
ছবি: সংগৃহীত

ফর্মে থাকা তানজিদ তামিমের বড় ইনিংসে ভর করে বিপিএলে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা।

বুধবার ঢাকার ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চিটাগাং কিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।

ঢাকার হয়ে ওপেনিং জুটি থেকেই আসে ৭৫ রান। তানজিদ তামিমের সঙ্গে ফর্মে ফেরা লিটন দাস ২৫ রান করে আউট হন। তিন নম্বরে নামা মুনিম শাহরিয়ার ১৮ বলে ১২ রান করলেও দলের জয় সহজ করে দেন তামিম। ৫৪ বল মোকাবিলায় অপরাজিত ৯০ রান করেন এই ওপেনার, ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে।

এর আগে ব্যাট করতে নেমে চিটাগাং ভালোই শুরু পায়। জুবাইদ আকবারির ২৩ রানের ইনিংসের পর নাঈম ইসলামের সঙ্গে গ্রাহাম ক্লার্কের ৪৯ রানের জুটিতে ভিত পায় দলটি। তবে নাঈম ৪৪ রান করে আউট হওয়ার পর মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্রুত উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত দেড়শ রানও করতে পারেনি।

banner close
banner close