
ছবি: সংগৃহীত
উত্তেজনায় ভরা শেষ ওভারে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে বরিশাল। ম্যাচ জিততে শেষ ৬ বলে খুলনার প্রয়োজন ছিল ২৫ রান। রিপন মন্ডলের প্রথম তিন বলে নাঈম শেখ দুই ছক্কায় ১২ রান তুললেও চতুর্থ বলে আউট হয়ে খুলনার আশা শেষ হয়ে যায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মাহমুদউল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে, তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।
আরও পড়ুন: