
বিপিএলে রংপুর রাইডার্সের অপরাজিত যাত্রা থামিয়ে দিল দুর্বার রাজশাহী। ৩১তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী ২৪ রানে জয়ী হয়ে রংপুরকে এবারের আসরে প্রথম হার উপহার দিলো।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহী ২০ ওভারে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। দলের পক্ষে ইয়াসির আলি ৩২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ৬টি ছক্কার মার। সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। রংপুরের হয়ে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপ চাপের মুখে পড়ে। ওপেনিংয়ে দ্রুত উইকেট হারিয়ে তারা কখনোই ছন্দে ফিরতে পারেনি। সাইফ হাসানের ২৯ বলে ৪৩ এবং নুরুল হাসানের ২৬ বলে ৪১ রানের ইনিংস সত্ত্বেও দলকে জয়ের বন্দরে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় এবারের আসরের একমাত্র দল রংপুর।
এদিন রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। তাসকিন আহমেদ ও এসএম মেহরব ২টি করে উইকেট দখল করেন, যা রংপুরের ইনিংস ধসিয়ে দেয়।
এই ম্যাচের আগে টুর্নামেন্টে অপরাজিত থাকা রংপুর রাইডার্সের জন্য এটি ছিল প্রথম পরাজয়। দুর্বার রাজশাহীর এই জয়ে দলটি প্লে-অফে জায়গা করে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করল।
আরও পড়ুন: