
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে জামাল ভূঁইয়াকে। ফ্রি এজেন্ট জামালের সঙ্গে বেশ কয়েকটি ক্লাব আলোচনা করলেও, গোপীবাগের ক্লাবটিকে প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।
এদিকে, জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তিতে অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন জামাল। বরং দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হামজাকে সহযোগিতা করার কথা জানান তিনি।
দলবদলের জটিলতায় শেষ পর্যন্ত জামাল ভূঁইয়াকে রেজিস্ট্রেশন করতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। যার জন্য নিজেদের ৬ নম্বর জার্সিও তুলে রেখেছে ক্লাবটি।
তবে সব ঠিকঠাক থাকলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে দেখা যাবে ব্রাদার্সের জার্সিতে।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ব্রাদার্স আমাকে সম্মান দিয়েছে। তারা আমার সংর কোনো প্রকার চুক্তি করাতে চাইলে আমি তা সই করবো।’
জামাল ভূঁইয়া বলেন, ‘আমি ডেনমার্কের একটা ক্লাবে অনুশীলন করেছি, সেখানে খেলেছি। আমি অনেক বছর অধিনায়ক ছিলাম না। তো আমার মধ্যে একই অনুভূতি আছে। আমি অধিনায়ক না থাকলেও কোনো সমস্যা নেই। দলের সঙ্গে থাকতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় কথা।'
আরও পড়ুন: