
ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম তিন ম্যাচে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল। তবে এরপর টানা চার ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। এতে টেবিলের চারে উঠে এসেছে রেড ডেভিলসরা।
ইউরোপা লিগে বৃহস্পতিবার রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম হাফে কর্নার থেকে গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাউল করায় তা বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ইউনাইটেড। রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় আমোরিমের দল। ম্যাচের ৮৮তম মিনিটে সিরিয়েল ডেসার্স রেঞ্জার্সকে সমতায় ফেরান। তাতে মনে হচ্ছিলো ম্যাচটি ড্র হতে চলেছে।
তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউর জয় নিশ্চিত করেন। লিসান্দ্রো মার্টিনেজের ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।
এই জয়ের ফলে এখনো ইউরোপা লিগে অপরাজিতই রইলো ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন: