
২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি। একাদশে আধিপত্য রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটারদের। তবে সেরা এগারোতে নেই বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটার। আর এশিয়ার বাইরে থেকে একমাত্র খেলোয়ার হিসেবে জায়গা পেয়েছেন দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
বাংলাদেশ ও ভারতের মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পায়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।
সেরা একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে।
অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চরিত আসালাঙ্কাকে। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে সাইম আইয়ুবের সঙ্গে আছেন রহমানউল্লাহ গুরবাজ।
তিন নম্বরে পাতুম নিশাঙ্কা ও চারে কুশল মেন্ডিসকে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে আসালাঙ্কা, ছয় নম্বরে রয়েছেন শেরফান রাদারফোর্ড। সাতে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। আট নম্বরে রয়েছেন লেগ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আল্লাহ মোহাম্মদ গজনফার।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চারিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও আল্লাহ মোহাম্মদ গজনফার (আফগানিস্তান)।
আরও পড়ুন: