শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাড়লো বিপিএলের প্রাইজমানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ২০:১৭

শেয়ার

বাড়লো বিপিএলের প্রাইজমানি
ফাইল ছবি।

চলতি আসর থেকেই বিপিএলের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। যা আগে ছিলো ২ কোটি টাকা।

এছাড়া রানার্স আপ দল ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। এর আগে রানার্স আপ দলের প্রাইজমানি ছিলো ১ কোটি টাকা ।

মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও বিপিএলের আগের আসরগুলোতে সুপার ফোরে ওঠা দলকে কোনো প্রাইজমানি দেয়া হতো না। এবার ওই নিয়মে পরিবর্তন এনেছে বিসিবি। সেরা চারে উঠলেই অর্থ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেক্ষেত্রে সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার।

banner close
banner close