শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সবার উপরে নাঈম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

সবার উপরে নাঈম
শতকের পর নাইম শেখ। ছবি: সংগৃহীত

স্বভাবসুলব ধীর শুরুর পর ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ নাঈম শেখ। তুলে নিলেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। আর এরসাথেই উঠে গেলেন আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। নাইমের শতকে আসরে টিকে থাকার ম্যাচে খুলনা টাইগার্স পেয়েছে ২২০ রানের বিশাল সংগ্রহ।

মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ৬২ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছেন নাঈম। তার ইনিংসে ৭ চারের পাশাপাশি আছে ৮ ছক্কা।

তানজিদ হাসানের ৪২৭ রান পেরিয়ে এবারের বিপিএলের রানের তালিকার শীর্ষে এখন নাঈম। এই ইনিংস শেষে ১১ ইনিংসে তার রান ৪৪৪।

এবারের বিপিএলে এই নিয়ে সেঞ্চুরি হলো আটটি। দেশি-বিদেশি ব্যাটসম্যানরা সমান চারটি করে শতরানের দেখা পেয়েছেন।

banner close
banner close