শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনারা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১৯:২৪

শেয়ার

বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনারা!
ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বড় অস্বস্তিতেই পড়েছেন পিটার বাটলার। চ্যাম্পিয়ন এই কোচের বিরুদ্ধে রীতিমত বিদ্রোহ ঘোষণা করেছেন নারী ফুটবল দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

সাবিনা খাতুনসহ সেই সিনিয়র ফুটবলাররা আজ  বাফুফে ভবনের নিচে মাঠে নেমে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাফ জানিয়েছেন, বাটলার কোচ থাকলে তারা খেলবেন না।

পিটার বাটলারের অধীনে এমনিতেই অনুশীলন করছেন না সাবিনারা, জিমেও যাচ্ছেন না। যদিও বাফুফে কঠোর অবস্থান নিয়েছিল। জানিয়েছিল, খেললে বাটলারের অধীনেই খেলতে হবে।

তবে সাবিনারা তাদের সিদ্ধান্তে অনড়। আজ তারা জানিয়েছেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে ফিরলে তার সঙ্গে বসবেন নারী ফুটবলাররা। যদি এই কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তই বহাল থাকে, তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন বিদ্রোহ করা ফুটবলাররা।

সমস্যাটা শুরু হয়েছিল গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীনই। নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলারদের কয়েকজন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি নাকি সিনিয়রদের পছন্দই করেন না। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশ আসার পর এক সিনিয়র ফুটবলার তো গণমাধ্যমকে বলেছিলেন, পিটার বাটলার কোচ থাকলে তিনি ক্যাম্পেই উঠবেন না।

দলের সিনিয়র কয়েকজন জোট বেঁধেছিলেন, পিটারকে তারা চান না। বাফুফে সেই পিটার বাটলারকে নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবেই রেখে দিয়েছে এবং নতুন চুক্তি করেছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

banner close
banner close