রবিবার

২ ফেব্রুয়ারি, ২০২৫
২০ মাঘ, ১৪৩১
৩ শা’বান, ১৪৪৬

মিরাজের ব্যাটে চড়ে প্লে অফে খুলনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:২৭

শেয়ার

মিরাজের ব্যাটে চড়ে প্লে অফে খুলনা
ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে জিতলেই প্লে-অফ নিশ্চিত হতো খুলনা টাইগার্সের। সে কাজটা সহজেই সেরেছে দলটি। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকাকে ১২৩ রানে আটকে দেয় খুলনা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ফিফটিতে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা। কিন্তু এক ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া দলটির আর কোনো ব্যাটার নিজেদের মেলে ধরতে পারেননি। ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নেমে ৭টি বিশাল ছক্কার সঙ্গে এক চারে ৫৮ রান করেন এই তরুণ ব্যাটার।

তানজিদ বাদে ঢাকার পক্ষে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার। সে তিনজনের মধ্যে সর্বোচ্চ ২০ রান এসেছে সাব্বির রহমানের ব্যাটে। ঢাকার ব্যাটিং দুর্দশার গল্প এতেই স্পষ্ট হয়ে যাওয়ার কথা।

খুলনার পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার হাসান মাহমুদ। ৪ ওভার বল করে একটি মেডেন দিয়েছেন, স্রেফ ৫ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার উইলিয়াম বসিস্টোও বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ৪ ওভারে ১০ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেছেন তিনিও।

রান তাড়া করতে নেমে ১৪ রানের মধ্যেই দুই উইকেট খুইয়ে বসে খুলনা। মোহাম্মদ নাঈম এবং আফিফ হোসেন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। তবে দলকে প্লে-অফে তুলতে অসাধারণ এক ক্যাপ্টেনস নক খেলেছেন মিরাজ। অপর প্রান্তে আসা-যাওয়া চললেও ৫ চার ও ৪ ছক্কায় ৫৫ বলে ৭৪ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়েছেন তিনি।

ঢাকার পক্ষে তারকা পেসার মোস্তাফিজুর রহমান ১৬ রানে ৩ উইকেট শিকার করেন। তবে মিরাজের প্রত্যয়ী ব্যাটিংয়ের সামনে ফিকে হয়ে যায় ফিজের বোলিং জাদু।

এই জয়ে ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে খুলনা। অন্যদিকে খুলনার জয়ে কপাল পুড়েছে দুর্বার রাজশাহীর। খুলনার সমান ১২ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তাসকিন আহমেদের দল।