সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৪ শা’বান, ১৪৪৬

আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৭

শেয়ার

আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
ছবি: সংগৃহীত

আলাভেসকে অনটার্গেটে কোনো শট ঠিকই নিতে দেয়নি, কিন্তু জয়টা এসেছে ছোট ব্যবধানে। রবার্ট লেওয়ান্ডোভস্কির একমাত্র গোলে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

এ জয়ে লা লিগায় টেবিল টপার রিয়াল মাদ্রিদ ও দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে কাতালানদের। রিয়ালের ৪৯, অ্যাতলেটিকোর ৪৮ ও বার্সেলোনার পয়েন্ট এখন ৪৫।

নিজেদের মাঠে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিড নেয়ার সুযোগও পায় কাতালানরা। ষষ্ঠ মিনিটে লামিন ইয়ামালের দারুণ পাস থেকে সম্ভাবনা তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হন রাফিনহা। এরপর বার্সেলোনার গাভির সঙ্গে আলাভেসের তমাস কোনেচেনির ধাক্কা লাগায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় দুজনকেই।

৩০ মিনিটে গোলের সুযোগ আসে বার্সেলোনার সামনে। তবে ডি বক্সের ভেতর সহজ সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। এর কিছুক্ষণ পর পেদ্রির শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলাভেসের গোলরক্ষক। প্রথমার্ধ্বে কোনো দল জালের দেখা না পাওয়ায় গোল শূন্য ব্যবধানে বিরতিতে যায় দুইদল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৬০ মিনিটে ইয়ামালের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এক মিনিট পরই মোমেন্টাম ধরে রেখে কাঙ্খিত গোলের দেখা পায় কাতালানরা।