সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৪ শা’বান, ১৪৪৬

আরও একটি হার ম্যানচেস্টার ইউনাইটেডের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩০

শেয়ার

আরও একটি হার ম্যানচেস্টার ইউনাইটেডের
ছবি: সংগৃহীত

দুর্দশা কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে রুবেন আমোরিমের দল। এ হারে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে নেমে গেছে।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে পাল্লা দিয়ে আক্রমণ চালিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। যদিও ভাগ্য সহায় হচ্ছিল না সফরকারীদের। ইউনাইটেডের রক্ষণে বেশ কিছু আক্রমণ করলেও প্রথমার্ধ্বে গোলের দেখা পায়নি প্যালেস। আক্রমণ পালটা আক্রমণের মধ্য দিয়েই গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধ্বেও আক্রমণ চালিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৬৪ মিনিটে ইউনাইটেডের সমর্থকদের হতাশ করে লিড নেয় প্যালেস। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় রুবেন আমোরিমের দল।

উলটো শেষ সময়ে ম্যাচে ফেরার রাস্তাটাও বন্ধ করে দেয় ক্রিস্টাল প্যালেস। ৮৯ মিনিটে নিজের জোড়া গোল পূরণের সঙ্গে ব্যবধান বাড়ান ফিলিপ মাতেতা।

ম্যাচে যোগ করা সময়ে জালের দেখা না পাওয়ায় ২-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।