শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে খুলনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:৫৭

শেয়ার

রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে খুলনা
ম্যাচ জয়ের পর অধিনায়ক মিরাজের সঙ্গে নাঈমের উদযাপন। ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের জন্য বিপিএল এই মৌসুমে শেষ হয়ে গেছে, খুলনা টাইগার্সের কাছে তাদের ৯ উইকেটের বড় পরাজয়ের মাধ্যমে। রংপুর ৮৫ রানে অলআউট হওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও তারা টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছিল, টানা ৮ জয় দিয়ে, শেষের দিকে ৫ ম্যাচে পরাজিত হয়েছে। 

আজ দলের পক্ষে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘর পেরেছেন আকিফ জাভেদ ৩২ রান এবং অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ রান করে। দলের অন্য বিদেশি ব্যাটারদের থেকে আশা করা পারফরম্যান্স আসেনি। খুলনার বোলিং ছিল বেশ শক্তিশালী, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ তাদের স্পিন দিয়ে রংপুরকে সহজে আটকিয়ে দেয়।

টানা ৮ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি শেষ ৫ ম্যাচই হারের মুখ দেখেছে।

খুলনা সফলভাবে লক্ষ্য তাড়া করে ৫৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে। নাঈম শেখ (৪৮ রান) এবং আলেক্স রস (২৯ রান) ছিল খুলনার জয়ের প্রধান কাণ্ডারি। এই জয়ের ফলে খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে, যেখানে তারা ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে যেই দল হারবে, তার বিপক্ষে খেলবে। 

 

banner close
banner close