শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

চিটাগাংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৩০

আপডেট: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৩৪

শেয়ার

চিটাগাংকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল
ছবি: সংগৃহীত

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল। চিটাগংয়ের দেয়া ১৫০ রানের টার্গেট ১৬ বল হাতে রেখেই টপকে যায় তামিম ইকবালের দল।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দর নগরীর দলটির। ৩৪ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। সাজঘরে ফেরেন খাজা নাফে, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও মোহাম্মদ মিথুন। এরপর ৭৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন পারভেজ ইমন ও শামীম পাটোয়ারি। ইমন ৩৬ রানে ফিরলেও ফিফটির দেখান পান শামীম।

শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৯ রান করে ফেরেন তিনি। মোহাম্মদ আলীর ৫ উইকেট শিকারে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। জবাবে ২৯ রান করে তামিম ইকবাল আউট হলেও ৯৫ রানের জুটি গড়ে বরিশালের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয় ও দাভিদ মালান। হৃদয় ৮২ ও ৩৪ রানে অপরাজিত ছিলেন মালান।

banner close
banner close