শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

নারী ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

নারী ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে
হাসান তিলকরত্নে । ছবি: সংগৃহীত

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাশান তিলকরত্নে। দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল মেয়েদের কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের শেষ অ্যাসাইনমেন্ট।

 ইতোমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, 'আমি (প্রধান কোচের) পদ থেকে সরে দাঁড়িয়েছি।'

শ্রীলঙ্কার জার্সিতে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলা তিলকরত্নের সঙ্গে বিসিবির প্রাথমিক চুক্তি ছিল দুই বছরের। যদিও বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যান। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি তিলকরত্নের জন্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে ভারতের মাটিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতলেও প্রথম ও তৃতীয়টিতে হেরে যায় টাইগ্রেসরা। ফলে বাছাই পর্বের বাধা ডিঙ্গিয়েই মূল পর্বের টিকিট কাটতে হবে তাদের।

banner close
banner close