শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলে বার্সেলোনার জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৫

আপডেট: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:১৩

শেয়ার

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলে বার্সেলোনার জয়
ছবি: সংগৃহীত

ফেরান তরেসের হ্যাটট্রিকে কোপা দেল-রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বিশাল জয়ে সেমিফাইনালে উঠলো হান্সি ফ্লিকের দল।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেন ফেরান তরেস এবং বাকি গোল দুটি ফেনমিন লোপেজ ও লামিনে ইয়ামালের।

প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের চমৎকার পাস থেকে অফসাইড ট্র্যাপ ভেঙে নিচু শটে বল জালে পাঠান তরেস।

১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই এই স্প্যানিশ ফরোয়ার্ড। বক্সে রাফিনিয়ার পাসে কাছ থেকে ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি।

৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ন করেন তরেস। পেদ্রির ক্রসে রাফিনিয়া প্রথম স্পর্শে পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরেস।

মাঝে ২৩ মিনিটে আরেকবার বল জালে জড়ান ফেরমিন লোপেজ। পেদ্রির পাস থেকে গোল এন দেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৯তম মিনিটে জালের দেখা পান লামিনে ইয়ামাল। রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে তার শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়।

কোপা দেল-রের রেকর্ড ৩১বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, দলটি শেষবার সেমিফাইনাল খেলেছিল ২০২২-২৩ মৌসুমে।

banner close
banner close