
বিপিএলের ১১তম আসরের ফাইনাল আজ। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আলোচনায় চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপ। ৬ জন ব্যাটার ও ৫ জন বোলার নিয়ে খেলতে হচ্ছে। তাই অলরাউন্ডারের অভাব বোধ করছে দল।
দ্বিতীয় কোয়ালিফায়ারেও খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতেছে চিটাগং। তবে ফাইনালের আগে দলটির প্রধান কোচ শন টেইট জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের।
এবারের বিপিএলে দারুণ সময় কাটছে শামীমের। ১৪ ইনিংসে ৩৫০ রান করেছেন তিনি। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫ রান করে আউট হলেও আগের ম্যাচেই ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ১২ বলে ৩০ রানকরেন শামীম।
শামীমকে নিয়ে টেইট বলেছেন, ‘আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে।’
আরও পড়ুন: