শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

বিপিএল ফাইনালে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৫০

শেয়ার

বিপিএল ফাইনালে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল
ছবি: সংগৃহীত

পর্দা নামবে বিপিএলের ১১তম আসরের। মেগা ফাইনালের মধ্য দিয়ে জানা যাবে কার হাতে উঠবে এবারের শিরোপা। তামিমের ফরচুন বরিশাল না মিথুনের চিটাগং কিংস। একযুগ পর বিপিএলে ফিরে শিরোপায় চোখ চিটাগংয়ের। বরিশালের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।

আজ শুক্রবার  মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। তবে এই ম্যাচে নেই জেমি নিশাম। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে বরিশাল।

চলমান বিপিএল দিয়ে প্রায় ১০ বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং। এর আগে বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৩ সালে দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু তাদের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৫২ রানে হেরেছিল তারা। ১১ বছর পর ফিরে একেবারে ফেলে দেওয়ার মতো কখনোই ছিল না তারা। পুরো আসর জুড়ে ছন্দময় ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে চিটাগং।

ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে গত বিপিএলে প্রথমবারের মতো সেরার তকমা গায়ে মাখে বরিশাল। এর আগে একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় বরিশালের। এবারও দল গড়েছে সেরা হতেই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। নিজেদের সক্ষমতা পুরো আসরে প্রমাণ করে পঞ্চমবার ফাইনালে উঠেছে বরিশাল।

banner close
banner close