শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ইমন-নাফের রেকর্ড জুটি, বরিশালের লক্ষ্য ১৯৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১৪

শেয়ার

ইমন-নাফের রেকর্ড জুটি, বরিশালের লক্ষ্য ১৯৫
ছবি: বিসিবি

ট্রফিটা কখনো ছুঁয়ে দেখা হয়নি চিটাগাং কিংসের। দ্বিতীয়বার ফাইনালে খেলার সুযোগ পেয়ে স্বপ্ন পূরণে যেন দৃঢ়প্রতিজ্ঞ দলটি। মিরপুরে তাদের ব্যাটিংয়ে তেমন চিত্রই ফুটে উঠেছে। খাজা নাফে আর পারভেজ হোসেন ইমনের জোড়া ফিফটিতে যে প্রতিপক্ষ ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগাংকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দু্ই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন। দুজনের ব্যাটিং তাণ্ডবে নিজেদের সহজাত বোলিংটা করতে পারছিলেন না বরিশালের বোলরার। করবেন কীভাবে বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড গড়েছেন দুজনে।

উদ্বোধনী জুটিতে ১২১ রান যোগ করেন খাজা ও ইমন।

যা ফাইনালে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল বরিশালেরই। সর্বশেষ টুর্নামেন্টে ৭৬ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। রেকর্ড জুটি গড়ার পথে ফিফটিও করেছেন খাজা-ইমন।

৬৬ রানে ইবাদত হোসেনের বলে খাজা আউট হলেও ইমনের আক্রমণাত্মক ব্যাটিং বন্ধ হয়নি। ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান খাজা। দ্বিতীয় উইকেটে ইমন সঙ্গ দিতে আসা গ্রাহাম ক্লার্কও ঝোড়ো ব্যাটিংয়ে পিছিয়ে ছিলেন না। ৭০ রানের জুটি গড়ার পথে ১৯১.৩০ স্ট্রাইকরেটে খেলেছেন ৪৪ রানের ইনিংস। জোর করে ডাবল রান নিতে গিয়ে শেষ ওভারে প্রথম বলে রান আউট হন তিনি।

ইনিংসটি সাজান ২ চার ও ৩ ছক্কায়।

অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৬ চারে। তার ও খাজার ফিফটিতে চিটাগাংয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৯৪ রান। প্রথমবার চ্যাম্পিয়ন হতে চিটাগাংয়ের বোলাররা কাজটা এখন ঠিকঠাক করতে পারলেই হবে। তবে সেই সুযোগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

চিটাগংয়ের সংগ্রহটি বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে রেকর্ড ২০৬ রান করেছিল রংপুর রাইডার্স। এ ছাড়া ২০১৯ সালে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

banner close
banner close