শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

আগামী আসর থেকে বিপিএলের বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব নেবে বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:০৭

শেয়ার

আগামী আসর থেকে বিপিএলের বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব নেবে বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই অনিয়ম এবং অব্যবস্থাপনা টুর্নামেন্টটির চিরসঙ্গী হয়ে উঠেছে। সদ্য শেষ হওয়া একাদশ আসরে পরিবর্তনের আশ্বাস দিয়েছিল বিসিবির নতুন কার্যনির্বাহী কমিটি। তবে বেশকিছু অভিযোগে এবারের আসর গত আসরগুলোর চেয়েও বেশি সমালোচিত হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগের একটি হলো বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া। তবে শুধু পারিশ্রমিকই নয়, একটি ফ্র্যাঞ্চাইজি হোটেল ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দেশ ছাড়ার ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হয়েছে ওই দলের বিদেশি ক্রিকেটারদের।

বিদেশি ক্রিকেটারদের সঙ্গে হওয়া এসব অনিয়মের কথা দেশের গণমাধ্যমে যেমন এসেছে, তেমনি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ফলে বিপিএল এবং বিসিবির ভাবমূর্তিও এখন হুমকির সম্মুখীন। সমস্যা সমাধানে এবার তাই বড়সড় পদক্ষেপ নিয়েছে বিসিবি।

কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, বিপিএলের পরবর্তী আসর থেকে বিদেশি ক্রিকেটারদের সকল দায়িত্ব নেবে বিসিবি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়েস্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে।’

banner close
banner close