
৪০ বছর পূর্ণ হওয়ার পর মাঠে নেমেই গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হাজারের মাইলফলকের পথে এগোতে থাকা পর্তুগিজ তারকার ক্যারিয়ারের গোলসংখ্যা গিয়ে দাড়ালো ৯২৪-এ।
রোনালদোর গোলের রাতে শুক্রবার সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জন ডুরান।
ম্যাচের ৭৪তম মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে বল বাড়িয়ে দেন বউশাল। দ্রুত গতিতে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে সে বল নিঁখুত শটে জালে জড়ান তিনি। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি ফেইহার গোলরক্ষক।
এটি পর্তুগিজ তারকার ক্যারিয়ারের ৯২৪তম গোল। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি আসরে ১৬ গোল করে সর্বোচ্চ স্কোরার তালিকায় আছেন তিনি।
তবে আল ফেইহার বিপক্ষে আল নাসরকে জেতাতে বড় ভূমিকাটা রেখেছেন দলের নতুন তারকা জন ডুরান। অ্যাস্টন ভিলা ছেড়ে সৌদি প্রো লিগে আসা এ কলম্বিয়ান ম্যাচের ২২ ও ৭২ মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন সাদিও মানে।
আল ফেইহার বিপক্ষে জয়ে লিগ শিরোপার লড়াইয়ে থাকলো আল-নাসর।
আরও পড়ুন: