শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

লঞ্চের বদলে বিমানে চড়ে বরিশাল নামলো বিপিএল ট্রফি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪৭

শেয়ার

লঞ্চের বদলে বিমানে চড়ে বরিশাল নামলো বিপিএল ট্রফি
ছবি: সংগৃহীত

গত বিপিএল আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে ইতিহাস তৈরি করেছিল ফরচুন বরিশাল। সেবার শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার আর কোনো সুযোগ হারাতে চাচ্ছে না তারা।

চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন যাচ্ছিলো, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল এ বিপিএল ট্রফি। 

বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান জানান, ‘‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যাব আমরা দুপুরে। সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বেলস পার্কে, যেখানে দলের সিনিয়র খেলোয়াড়রা ও অধিনায়ক তামিম ইকবাল কিছু বক্তব্য রাখবেন, ফটোসেশন হবে, এবং সম্ভবত ব্যান্ড সংগীত পরিবেশন করা হবে।’’

অবশেষে, ভক্তদের জন্য চমক হলো, বিপিএল ট্রফি নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলটি বরিশাল পৌঁছেছে লঞ্চে নয়, বিমানেই। বরিশালে পৌঁছানোর পর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঐতিহাসিক বেলস পার্ক চত্বরে অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বরিশালবাসী তামিম ইকবাল ও তার দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানাবে।

ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান আরও জানিয়েছেন, বরিশালবাসীর জন্য এটি এক রকম উৎসবের মুহূর্ত। শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার ভক্তের মধ্যে উল্লাস এবং আনন্দের মাঝে ক্রিকেটারেরা তাদের প্রিয় ট্রফি উন্মোচন করবেন।

 

banner close
banner close