
পিএসজির জার্সিতে আবারো উসমান দেম্বেলে ম্যাজিক। ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। দলের হয়ে জোড়া গোল করেন দেম্বেলে, অন্যটি আসে ভিতিনহার পা থেকে।
চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্তের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল পিএসজি। দলটার সাম্প্রতিক ফর্ম এবং পরিচিত প্রতিপক্ষ হওয়ায় খুব একটা বেগ পোহাতে হয়নি। পিএসজিকে এগিয়ে দেয়ার শুরুটা করেন উসমান দেম্বেলে।
তার অন টার্গেটের শট হাতে লাগে ব্রেস্ত ডিফেন্ডার পিয়েরে মেলোর হাতে। পেনাল্টি পায় অতিথিরা। সেখান থেকে গোল করেন পর্তুগিজ তারকা ভিতিনহার।
লিড দ্বিগুণ হয়েছে প্রথমার্ধের একেবারে শেষ সময়ে। এবার ভাগ্য পক্ষে ছিলো দেম্বেলের। বাঁ পায়ের শটে গোল করেন এই ফরাসি উইঙ্গার। ২ গোলের লিড নিয়ে বিরতি যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আবারো দেম্বেলে ম্যাজিক।
অ্যাটাকের শুরুটাও করেছিলেন তিনি। এরপর শট কিছুটা ডিফ্লেক্টেড হলেও, খুঁজে পায় জালের দেখা।
শেষ ১০ ম্যাচে ১৮তম গোল দেম্বেলের। পিএসজির হয়ে এই ১০ ম্যাচের প্রতিটায় ফ্রেঞ্চ অ্যাটাকারের নাম। সব মিলিয়ে ২৩ গোল করেছেন চলতি মৌসুমে। যার মধ্যে স্বদেশি ব্রেস্তের বিপক্ষেই ৭টি। দেম্বেলে ম্যাজিকে প্রথম লেগ শেষে পরের রাউন্ডে এক পা দিয়েই রাখলো পিএসজি। ম্যাচের বাকি সময়টায় ব্যবধান বাড়ানোর চেষ্টা ছিলো, তবে বদলায়নি স্কোরকার্ড।
আরও পড়ুন: