শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

শেষ মুহুর্তের গোলে পিএসভিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৮

শেয়ার

শেষ মুহুর্তের গোলে পিএসভিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস
ছবি: সংগৃহীত

শেষ মুহুর্তের গোলে ডাচ ক্লাব পিএসভিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

ঘরের মাঠের এডভান্টেজ থাকলেও, ইতালিয়ান ক্লাবটার দুশ্চিন্তার কারণ সাম্প্রতিক ফর্ম। শেষ দুই ম্যাচেই যে হেরেছে তুরিনের বুড়িরা।

স্যামুয়েল এমবাঙ্গুলার শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

যদিও শঙ্কা দূর করেন ওয়েস্টন ম্যাককিনি। ৩৪তম মিনিটে দূরপাল্লার শটে ভাঙেন ডেডলক। জুভেন্টাস এগিয়ে যায় ১-০ তে।

দ্বিতীয় হাফে সে লিড হারায় স্বাগতিকরা। ইভান পেরিসিচের শটে ম্যাচে ফেরে পিএসভি। অবশ্য শেষ হাসি হেসেছে জুভেন্টাসই। ৮২তম মিনিটে স্যামুয়েল এমবাঙ্গুলার গোলে প্রথম লেগে লিড ইতালিয়ান জায়ান্টদের।

banner close
banner close