শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

  ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, বাড়ল অপেক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬

শেয়ার

 

ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, বাড়ল অপেক্ষা
ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে  আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটা ছিল অঘোষিত ফাইনাল। জিতলেই শিরোপা এমন সমীকরণের ম্যাচে জয় পায়নি কোনো দলই। গ্রুপ পর্বে ৬-০ তে বিধ্বস্ত করা ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সন্তুষ্ট থাকতে হয়েছে ১-১ গোলের ড্র নিয়ে।

ব্রাজিলের কাছে ম্যাচটা ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। আর আর্জেন্টিনার কাছে ম্যাচটি ছিল টানা দ্বিতীয়বার ব্রাজিলকে হারিয়ে শিরোপা নির্ধারণের সুজোগ। তবে কোনো দলই নিজেদের কাক্ষিত সেই সুজোগ নিতে পারেনি। ফলে শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছে দুই দলেরই।

কারাকাসে আজ শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে লিওনেল মেসির উত্তরসূরীরা। তবে কোনো ভাবেই গোলের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর ব্রাজিল প্রথমার্ধে গোল বারে কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের লাগাম ছিল আর্জেন্টিনার দখলেই। ৭৮ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। এরপর সুযোগ পেলেও কোনো দল গোলের দেখা পায়নি। আর তাতেই ১-১ ব্যবধানে শেষ হয় ব্রাজিল আর্জেন্টিনার লড়াই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন অমীমাংসিত লড়াই শিরোপা নির্ধারণকে নিয়ে গেছে শেষ ম্যাচে। সে ম্যাচ দিয়েই নির্ধারিত হবে শিরোপা। প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আজকের ড্রয়ের পর দুদলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। যদিও গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। এ পরিস্থিতিতে শেষ ম্যাচের পরও যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

banner close
banner close