
জার্মান ক্লাবে একের পর একের গোলের নজির দেখিয়ে জানুয়ারির শীতকালীন দলবদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। ইতিহাদের নতুন ঠিকানায় প্রথম দুই ম্যাচে কোনো গোল না পেলেও, ঝলক দেখিয়েছেন নিজের তৃতীয় ম্যাচে।
মাত্র ১৪ মিনিটের মাথায় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন। যাতে ভর করে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের সর্বশেষ ম্যাচে পেপ গার্দিওলার দল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে ৩-২ গোলে। ম্যাচটিতে শেষ মুহূর্তের ঝড় তাদের চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা কঠিন করে তুলেছে। সেই হতাশা কাটিয়ে নতুন শুরুর লড়াইয়ে ক্যাসলের বিপক্ষে বড় জয়ই পেল সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নতুন সাইনিং মারমুশ গোল করেছেন ১৯, ২৪ ও ৩৩ মিনিটে। জেমস ম্যাকাটি শেষ গোলটি করে সিটির হালি পূর্ণ করেন।
জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমের প্রথম ভাগে ২০টি গোল করেছেন মারমুশ। নতুন ঠিকানায় তৃতীয় ম্যাচে তিনি খেলতে নেমেছিলেন শনিবার। এদিন গার্দিওলা প্রথম একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন। ফলে বেঞ্চে স্থান হয়েছিল বার্নার্দো সিলভা ও কেভিন ডে ব্রুইনার মতো অভিজ্ঞদের।
ম্যাচের শুরু থেকেই সফরকারী ক্যাসলের ওপর দাপট ছিল সিটির। শুরুর ১৫ মিনিটে ক্যাসল তেমন বলই পাচ্ছিল না। এরই মাঝে ইতিহাদের স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে।
প্রথম গোলে মূল অবদানটা ছিল গোলরক্ষক এডারসনের, তার ভাসানো বল পেয়ে লব শটে বল জালে জড়ান মারমুশ
ম্যানচেস্টার সিটির দাপুটে খেলার বিপরীতে প্রথমার্ধে গোলের লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ক্যাসল। ৬০ মিনিটে তারা প্রথম শট লক্ষ্যে রাখতে পারলেও, ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। ম্যাচের আরও ১৪ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করা মারমুশ ও ফিল ফোডেনকে তুলে নেন গার্দিওলা।
বদলি নামাদের মধ্যে একজন জেমস ম্যাকাটি সিটির হয়ে ক্যাসলের জালে শেষ গোলটি করেন। ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে আসা বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তাতেই ম্যানচেস্টার সিটির বড় জয় নিশ্চিত হয়ে যায়।
এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের চারে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
আরও পড়ুন: