শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৮

শেয়ার

ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র রিয়াল মাদ্রিদের
ছবি: সংগৃহীত

শিরোপার দৌড়ে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু ওসাসুনার বিপক্ষে পয়েন্ট খুইয়ে উল্টো শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ল লস ব্লাঙ্কোস। একই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে দলের মিডফিল্ডের প্রাণ জুড বেলিংহ্যাম।

লা লিগায় শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে রিয়াল।

ওসাসুনার ঘরের মাঠ হলেও শুরু থেকে আধিপত্য করেই খেলেছিল রিয়াল। প্রথম সাফল্য পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ১৫তম মিনিটেই দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

ফেদে ভালভের্দের দারুণ ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। ৩২তম মিনিটে স্কোরলাইন ২-০ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস জুনিয়র। এমবাপ্পের চমৎকার ক্রসে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট নেন গোলরক্ষক বরাবর।

সাত মিনিট পর বড় ধাক্কা খায় রিয়াল। ওসাসুনার কর্নারের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি তাকে। রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। আপত্তিকর কোনো মন্তব্যের জন্য কার্ড দেখতে পারেন তিনি। ফলে লা লিগার আগামী ম্যাচ তো অবশ্যই, পরের ম্যাচেও নিষেধাজ্ঞায় থাকতে পারেন তিনি।

এদিকে ১০ জনের রিয়ালকে পেয়ে কিছুটা চেপে বসে ওসাসুনা। ৫৮তম মিনিটে পেনাল্টি আদায় করে নিয়ে সফল স্পট কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদেমির।

অবশ্য একজন কম নিয়ে খেললেও লিডে ফেরার আরও একাধিক সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের সামনে। ৭৩তম মিনিটে গোলরক্ষককে একা পেলেও শট নিতে অনেক দেরি করে ফেলেন এমবাপ্পে। পেছন থেকে এসে বল কেড়ে নিয়ে দলকে বিপদমুক্ত করেন এক ওসাসুনা ডিফেন্ডার।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ।

banner close
banner close