
ম্যাচের একেবারে শেষ সময়ের খেলা চলছে। কনর ব্র্যাডলির একটা দারুণ ট্যাকেলে পণ্ড হলো উলভারহ্যাম্পটনের আক্রমণ। এরপরেই পুরো অ্যানফিল্ডে তরুণ এই রাইটব্যাককে নিয়ে চলল নিজস্ব গান।
উলভসের বিপক্ষে লিভারপুলের ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রতীকি চিত্র হয়ে থাকবে সেটাই। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে আক্রমণের ঝড় বইয়ে দেয়া অলরেডরা দ্বিতীয়ার্ধে কোনো অন টার্গেট শটই নিতে পারেনি।
তবে সেটা একেবারেই যে সত্য, তাও বলা চলে না। ৫১ মিনিটে তো গোলই পেয়ে গিয়েছিল তারা। কিন্তু সেই গোল বাতিল হয়েছে ভিএআরের কারণে। ৬০ মিনিটে পেনাল্টির সিদ্ধান্তটাও বাতিল হয়েছে সেই ভিডিও রেফারির কারণে।
এ ছাড়া পুরো ৪৫ মিনিটই অলরেডরা পার করেছে কেবল রক্ষণভাগ সামাল দিয়ে। তাতে পাশও করেছে দারুণভাবে। উলভসকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ৭ পয়েন্টের লিড হলো লিভারপুলের।
এই ম্যাচের পর ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩।
আরও পড়ুন: