
লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক সপ্তাহের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন স্থান ওলট-পালট হয়ে গেছে। এর ফলে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে বার্সেলোনা।
সপ্তাহান্তে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোতেই সেটার সুযোগ নিতে পেরেছে কাতালানরা। তৃতীয় স্থান থেকে রিয়াল, অ্যাতলেতিকোকে টপকে শীর্ষে বসেছে। দুইয়ে থাকা রিয়াল আর বার্সার সমান ৫১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে কাতালানরা এগিয়ে। তিনে থাকা অ্যাতলেতিকোর সংগ্রহ ৫০।
ম্যাচের একমাত্র্র গোলটি হয়েছে ২৮ মিনিটে। রবের্ত লেভানডোভস্কি পেনাল্টি থেকে জাল কাঁপিয়েছেন। যা তার মৌসুমের ২০তম গোল। বক্সের মধ্যে ইনিগো মার্তিনেজকে ফাউল করেছিলেন পাথে সিস। ভার রিভিউর পরই স্পট কিক পায় বার্সেলোনা।
অবশ্য একই রকম ঘটনার শিকার হয় রায়ো ভায়েকানোও। কিন্তু তারা একই পরিস্থিতিতে পেনাল্টি না পাওয়ায় সেটা বিতর্কের জন্ম দিয়েছে। সেই বিতর্কের রেশ থাকে পরেও। প্রথমার্ধের শেষ দিকে ফ্রুটোস জাল কাঁপালে তা বাতিল হয় অফসাইডে।
পুরো ম্যাচে বার্সা আধিপত্য বিস্তার করে খেললেও তাদের মনে ভয় ধরিয়ে খেলেছে রায়ো। যোগ হওয়া সময়ে তো আরও একবার সমতা ফেরানোর একেবারে কাছে চলে যায় তারা। দুর্ভাগ্য প্রতি আক্রমণ থেকে জর্জে ডি ফ্রুটোস ক্লোজ রেঞ্জে সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি।
আরও পড়ুন: