শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

যে কাউকে হারানোর সক্ষমতা আমাদের আছে : শান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:১৮

শেয়ার

যে কাউকে হারানোর সক্ষমতা আমাদের আছে : শান্ত
ছবি : সংগৃহীত

পাকিস্তান-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে আজ দামামা বেজেছে চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের মিশন শুরু হবে আগামীকাল ভারতের বিপক্ষে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামার আগে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সব দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। আমাদের ওয়ানডের দলটা কিন্তু ভালো। দল ভারসাম্যপূর্ণ, আমরা যে কাউকেই হারাতে পারি। দলে অনেক অলরাউন্ডার আছে, এটা ভালো দিক।

আশা করি আমরা ভালো করব। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবি না। আমরা প্রস্তুত, দেখা যাক কি হয়।’

বাকি দুই সংস্করণের চেয়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা ধারাবাহিক।

তবে সাম্প্রতিক সময়ে একদম শোচনীয়। সর্বশেষ টানা দুই সিরিজে হেরেছে বাংলাদেশ। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। সাম্প্রতিক ছন্দটা ভালো না হলেও পাকিস্তানের সর্বশেষ সফরের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত।

আইসিসির টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স ভালো হবে বলে জানিয়েছেন শান্ত।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হবে দুবাই ও রাওয়ালপিন্ডিতে। দুই ভেন্যুর কন্ডিশন নিয়ে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘এখানে (দুবাই) অনেক রান হবে না, পাকিস্তানে অনেক হবে। আমরা (পাকিস্তান সফর) রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি, যা কাজে দেবে। আটটা দলই মানসম্পন্ন। সাম্প্রতিক সময়ে আমারা দ্বিপক্ষীয় সিরিজে ভালো করেছি, কাল ভালো করলে জিতব।’

জাসপ্রিত বুমরাহ না থাকায় বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘বুমরাহ বা এমন একজনকে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না। তাদের দলে ব্যবধান গড়ে দেওয়ার মত খেলোয়াড় আরও অনেকেই আছেন।’

banner close
banner close