শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

প্লে-অফ থেকে বিদায় মিলানের, অন্তিম সময়ের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:২২

শেয়ার

প্লে-অফ থেকে বিদায় মিলানের, অন্তিম সময়ের গোলে শেষ ষোলোয় বায়ার্ন
ছবি : এএফপি

নিজেদের ঘরের মাঠে খেললেও সেল্টিকের বিপক্ষে জয় পেতে রীতিমত ঘাম ছুটেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। ম্যাচে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাজিমাত বাভারিয়ানদের। ডেভিসের সমতাসূচক গোলে সেরা ষোলোতে জার্মানরা। আরেক ম্যাচে ফেইনুর্ডের কাছে হেরে আসর থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাব এসি মিলান।

গতকাল মঙ্গলবার  দিনগত রাতে ঘরের মাঠ এলিয়েঞ্জ এরেনায় প্লে-অফের ফিরতি লেগে সেল্টিকের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় পরের ধাপে উঠল দলটি। এর আগে, গত সপ্তাহে গ্লাসগোতে ২-১ গোলে প্রথম লেগ জিতে এসেছিল বাভারিয়ানরা।

ম্যাচ সমতায় শেষ হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্ন মাঠে নামতেই বিস্ময় জাগে। কেইনের জায়গায় দেখা যায় কিংসলে কোমানকে। যদিও গোলের শুরুটা হয় সেল্টিকের হাত ধরে। ম্যাচের ৬৩ তম মিনিটে কুনের গোলে এগিয়ে যায় সেল্টিক। তারপর গোল পেতে মরিয়া হয়ে ওঠে বার্য়ান।

যদিও সমতায় ফিরতে ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাভারিয়ানদের। ৯৪তম মিনিটে গোরেতকার শট সেল্টিক কিপার শুমেখেল ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান ডেভিস। আর এতেই ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে জায়গা করে নেয় বায়ার্ন।

আরেক ম্যাচে ফেনুর্দ রটারডাম শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে এসি মিলানকে বিদায় করে। দ্বিতীয় লেগে ইতালিয়ানদের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। নিজেদের মাটিতে ১-০ গোলে প্রথম লেগ জেতা ফেনুর্দ দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় নকআউট নিশ্চিত করেছে।

banner close
banner close