শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান
ছবি: সংগৃহীত

৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন থেকে ১১৬ রান যোগ করেছেন। তাদের ব্যাটে ভর করেই দেড়শ ছুঁয়ে এগোচ্ছে দল।

ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন দুজনেই। ৮৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন জাকের, আর হৃদয়ের খেলতে হয়েছে ৮৫ বল। দুজনেই শুরুতে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তবে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তনের চেষ্টা করছেন।

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। ৬১ রান নিয়ে উইকেটে আছেন তাওহিদ হৃদয়। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ৫৫ রান।