শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

২-০ গোলে লাস পালমাসকে হারাল বার্সেলোনা  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১২

শেয়ার

২-০ গোলে লাস পালমাসকে হারাল বার্সেলোনা  
ছবি: সংগৃহীত

লাস পালমাসকে হারিয়ে বার্সেলোনা আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। যদিও ম্যাচটি লম্বা সময় ধরে ছিল গোলশূন্য ড্র। এরপর দুই বদলি খেলোয়াড়ের গোলে ২-০ ব্যবধানে টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসকে হারাল কাতালানরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ গ্রান ক্যানেরিয়ায় প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে সফরকারী বার্সেলোনাকে। একইসঙ্গে ওই সময়ে কেউই গোল করতে পারেনি।

পরে একটি করে গোল করে সেই ডেডলক ভাঙেন দানি ওলমো ও ফার্মিন লোপেজ। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে চলতি আসরের প্রথম ম্যাচে হারের শোধ নিলো বার্সা। ২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে তারা লাস পালমাসের কাছে হেরেছিল ২-১ গোলে।

banner close
banner close