শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কি ভাগ্যের সহায়তা পাবে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ১৪:৩৩

আপডেট: ১ মার্চ, ২০২৫ ১৪:৩৩

শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কি ভাগ্যের সহায়তা পাবে?
বাংলাদেশ কি ভাগ্যের সহায়তা পাবে। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ দল ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেও, এখনো ইংল্যান্ডের এক পরাজয়ে বদলে যেতে পারে তাদের আর্থিক প্রাপ্তি! আজকের ম্যাচে যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে নাজমুল হোসেন শান্তর দল পাবে বিশাল অঙ্কের বোনাস।

শনিবার (০১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। যদিও বাংলাদেশের যাত্রা শেষ, তবুও এই ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রাইজমানির অঙ্ক!

যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে বাংলাদেশ উঠবে ষষ্ঠ স্থানে, আর এতে টাইগাররা পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে ইংল্যান্ড যদি জিতে বা ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ নেমে যাবে সপ্তম স্থানে, ফলে অর্থ পুরস্কার কমে দাঁড়াবে ৩ কোটি ১০ লাখ টাকায়।

অর্থাৎ, আজকের ম্যাচের ওপর নির্ভর করছে শান্তদের প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা বেশি পাওয়ার সুযোগ!

বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তি

 

- ষষ্ঠ স্থানে থাকলে:

- প্রাইজমানি: ৩.৫ লাখ ডলার

(৪ কোটি ২২ লাখ টাকা)

- অংশগ্রহণ ফি: ১.২৫ লাখ ডলার (১ কোটি ৫১ লাখ টাকা)

- মোট: ৫.৭৪ কোটি টাকা

- সপ্তম স্থানে থাকলে:

- প্রাইজমানি: ১.৪ লাখ ডলার (১ কোটি ৬৯ লাখ টাকা)

- অংশগ্রহণ ফি: ১.২৫ লাখ ডলার (১ কোটি ৫১ লাখ টাকা)

- মোট: ৩.১০ কোটি টাকা

এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভাগ্যের সহায়তা পাবে?

banner close
banner close