শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ০৯:৫৩

আপডেট: ৪ মার্চ, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

গ্রুপপর্বের লড়াই শেষ। এবারে বাকি আর ৩ ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালের মহারণে মাঠে নামতে যাচ্ছে টুর্নামেন্টের চার ফেবারিট দলই। ভারত-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে সেমিফাইনালের আনুষ্ঠানিকতা।

প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে আসরের দুই হট ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া।   

আইসিসির শেষ ওয়ানডে ইভেন্টের ফাইনালে এই দুই দলই হয়েছিল মুখোমুখি। সেবারে ভারতের ঘরের মাঠে লাখো দর্শককে চুপ করিয়ে শিরোপা উৎসব করেছিল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার কাছে এবারের ম্যাচটা তাই কিছুটা প্রতিশোধের। আর সেই প্রতিশোধের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার।

টেস্টের প্রথম ১০ হাজার রান করা ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন, এই ম্যাচে রোহিত শর্মার দলই পরিষ্কার ফেভারিট।

তার ভাষ্য, ‘এই পিচে ভারতই ফেভারিট, কারণ অস্ট্রেলিয়ার দলে শক্তিশালী স্পিন আক্রমণ নেই। এ ছাড়া তারা কামিন্স, হ্যাজেলউড ও স্টার্কের মতো মূল পেসারদেরও হারিয়েছে।’  

তিনি আরও বলেন, ‘তাদের ব্যাটিং ভালো, তারা আগ্রাসী ব্যাটিং করছে। ভারতের জন্য আদর্শ হবে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে দেয়া।

 

 

 

banner close
banner close