শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বার্সায় ফেরার জন্য নেইমারকে পূরণ করতে হবে কঠিন শর্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ১৫:৩৩

শেয়ার

বার্সায় ফেরার জন্য নেইমারকে পূরণ করতে হবে কঠিন শর্ত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

বার্সেলোনায় ফিরে আসার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তবে তার জন্য কাতালানদের একটা কঠিন শর্ত মানতেই হবে! স্প্যানিশ দৈনিক স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকাকে ১৫ গোল করতে হবে সান্তোসের হয়ে, নইলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনাতেই বসবে না।

আল-হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। কিন্তু ইউরোপের মঞ্চে ফেরার তার ইচ্ছা এখনো অটুট। কাতালানদের কাছে ফিরতে হলে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে প্রমাণ করতে হবে যে তিনি আবারও ফিট এবং ফর্মে আছেন। বার্সা কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে সান্তোসের হয়ে অন্তত ১৫ গোল করতে না পারলে তার প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা হবে না।

নেইমারের বার্সেলোনা অধ্যায় ছিল স্বপ্নময়। ২০১৫ সালে মেসি ও সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ জুটি গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। কিন্তু ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

তবে বার্সেলোনায় ফিরতে হলে তাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই মুহূর্তে তার সান্তোস চুক্তি জুন পর্যন্ত, অর্থাৎ হাতে মাত্র কয়েক মাস সময়। নেইমার কি পারবেন ১৫ গোলের লক্ষ্য পূরণ করে কাতালানদের দৃষ্টি আকর্ষণ করতে?

নেইমারের সামনে এখন বড় পরীক্ষা সান্তোসের জার্সিতে। মাসের শেষে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তাকে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তব হবে? নাকি ১৫ গোলের শর্তটাই হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় বাধা? সময়ই দেবে তার উত্তর!

 
 
banner close
banner close