
১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যাওয়ার উদ্দেশ্যে ভারতের বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। আর ভারতের সামনে ছিলো টানা তিনবার আইসিসির আয়োজিত টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার সুযোগ।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে পৌঁছে গেছে ভারত। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যাওয়ার জন্য অপেক্ষা আরও বাড়লো অস্ট্রেলিয়ার।
দুবাইতে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অন্য ব্যাটসম্যানদের ব্যার্থতার দিনে অধিনায়ক স্মিথের ৭৩ আর ক্যারির ৬১ রানের সুবাদে ২৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রানের আগেই দুই ওপেনারকে হারালেও কোহলির রেকর্ডের দিনে ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় ভারত।
অল্পের জন্য নিজের ৮৩ তম শতক হাতছাড়া করে দলকে জয়ের রাস্তায় রেখে দলীয় ২২৫ রানে আউট হন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান।
কোহলির আউটের পর হার্দিক আর রাহুলের আগ্রাসী খেলায় মনে হয়নি অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ নবীন বোলাররা কোনো হুমকি হতে পারবে ভারতের জন্য।
শেষপর্যন্ত ২৪ বলে ২৮ রান করে পান্ডিয়া আউট হলেও রাহুল ৩৪ বলে ৪২ রান করে ভারতকে ফাইনালে নিয়ে যান।
আরও পড়ুন: