
চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া শতকে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাদের দলীয় সংগ্রহ ৬ উইকেটে ৩৬২ রান।
লাহরে ৫০ রানের আগেই প্রথম উইকেটের পতন হলেও দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন শতক পাওয়া দুই ব্যাটসম্যান। যা চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ (আগের সর্বোচ্চ ২০০৪ আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিসের ১৬৩)।
বাংলাদেশের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলা রবীন্দ্র আজ তিন অংক স্পর্শ করেন ৯৩ বলে। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি, সব কটিই আইসিসি টুর্নামেন্টে। মাত্র ১৩ ইনিংসে ৫ সেঞ্চুরি করে ভারতের শিখর ধাওয়ানের দ্রুততম পাঁচ সেঞ্চুরির (১৫ ইনিংসে) রেকর্ডও ভেঙেছেন রবীন্দ্র।
অন্যদিকে ৯৪ বলে ১০২ রান করেন সাবেক অধিনায়ক উইলিয়ামসন। এরপর মিচেলের ৪৯ আর ফিলিপসের অপরাজিত ৪৯ এর সুবাধে তাদের দলীয় সংগ্রহ সাড়ে তিনশ পার হয়।
এদিন আফ্রিকার কোনো বোলার প্রতিপক্ষের উপর চড়াও হতে পারেনি। তাদের সাত জন বোলালের মধ্যে ৫ জন ওভারপ্রতি সাতের উপরে রান দিয়েছে।
আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি ৩ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: