বৃহস্পতিবার

৬ মার্চ, ২০২৫
২২ ফাল্গুন, ১৪৩১
৭ রমজান, ১৪৪৬

পিএসজির বিপক্ষে ১-০ গোলে লিভারপুলের জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১০:২৩

শেয়ার

পিএসজির বিপক্ষে ১-০ গোলে লিভারপুলের জয়
ছবি: সংগৃহীত

ইনজুরি থেকে ফেরার পর লিভারপুলের গোলবারের নিচে অ্যালিসন বেকারের সময়টা ভাল কাটছে না এটা যে কেউই স্বীকার করবেন। চলতি মৌসুমে ইব্রাহিমা কোনাতে এবং ভার্জিল ভ্যান ডাইকের সুবাদে রক্ষণে বেশ দারুণ সময় পার করছে লিভারপুল। তারমাঝেও কিছুটা বিবর্ণ অ্যালিসন বেকার।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রাজিলিয়ান এই গোলরক্ষক যা করেছেন, তাতে লিভারপুলের ভক্তরাও খানিক নড়েচড়ে বসতে বাধ্য। পুরাতন চাল নাকি ভাতে বাড়ে, তেমনি অভিজ্ঞতাও বিগ ম্যাচেই কাজে লাগে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে লিভারপুলের জয়ের নায়ক মূলত ওই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাব লিভারপুল।

অবশ্য কৃতিত্ব দিতে হয় সুপার সাব হার্ভে এলিয়টকেও। নেমেছিলেন মোহাম্মদ সালাহর বদলি হিসেবে। বদলি নামার ৪৭ সেকেন্ড পরই ম্যাচে নিজের ফার্স্ট টাচেই পেয়েছেন গোলের দেখা। পুরো ম্যাচে লিভারপুল ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল। আর পুরো সময়টা লিভারপুলের ওপর ছড়ি ঘুরিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিক পিএসজি।

প্যারিস গোল পায়নি এমনটাও বলা চলে না। ম্যাচের ২০ মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়েছিলেন কাভিচা কাভারাৎস্খেলিয়া। যদিও ভিএআরের সাহায্যে পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। খানিক পরেই লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে নিজেদের বক্সে বার্কোলাকে ফেলে দিলে পেনাল্টির আবেদন করে পিএসজি। তবে রেফারির সাড়া মেলেনি। ২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে কাভারাৎস্খেলিয়ার জোরাল শট ঠেকান আলিসন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও বজায় ছিল অ্যালিসনের দুর্দান্ত পারফরম্যান্স। কাভারাৎস্খেলিয়ার দুর্দান্ত ফ্রি-কিক, কিংবা কর্নার থেকে আসা বলগুলো ফিরিয়েছেন দারুণভাবে। এমনকি ৮৭ মিনিটে লিভারপুলের গোলেও আছে তার অবদান।

অ্যালিসনের লং বল প্রতিপক্ষের অর্ধে পেয়েছিলেন ডারউইন নুনিয়েজ। সেখান থেকে হার্ভি এলিয়টের কাছে যায় পাস। এক মিনিট আগে বদলি নামা এলিয়টের শট ঠেকাতে পারেননি পিএসজি গোলরক্ষক ডোন্নারুম্মা।

এই জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল লিভারপুল।

banner close
banner close