
২৫ মার্চ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সৌদি আরব পৌঁছেছে। গতকাল দুপুরে বাংলাদেশ সময় দুইটায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা হয়ে ভোর রাত পাঁচটায় সৌদি আরবের জেদ্দা হয়ে তায়েফ নগরীতে যান জামালরা।
সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা জার্নি করতে হয়েছে ফুটবলারদের।
বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তায়েফের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু হয়।
ঘন্টা তিনেকের বেশি এই সড়ক ভ্রমণের পর তায়েফের নির্ধারিত হোটেলে ফুটবলাররা স্ব-স্ব কক্ষে যখন প্রবেশ করেন তখন বাংলাদেশে রাত শেষে ভোর। তায়েফ থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন কন্টিনজেন্টের সবাই ভালো ও সুস্থ রয়েছেন।
ঢাকায় অনুশীলন করা ২৮ ফুটবলারের মধ্যে ২৭ ফুটবলার তায়েফ পৌঁছেছেন। ডিফেন্ডার রহমত মিয়ার ভিসা বিলম্ব হওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে তিনি আরেক ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইতালি থেকে তায়েফে যোগদান করবেন দুই দিন পর।
আরও পড়ুন: