রবিবার
18:30:21

৬ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১০:৫৯

শেয়ার

অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল
ছবি: সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের অবস্থা ধীরে ধীরে খারাপ হবে, এমন আশঙ্কাই করেছিলেন অনেকে। কিন্তু আরনে স্লট যে ভিন্ন ধাঁচে গড়া মানুষ, এরই মধ্যে সবাই টের পেতে শুরু করেছে।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করার দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে আরনে স্লটের শিষ্যরা।  

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০।

দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৪।

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোলটি করেন ডারউইন নুনিয়েজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম স্মলবোন।

banner close
banner close