বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৬:৪০

শেয়ার

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ
ছবি- সংগৃহীত

ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’ 

গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয় ৬ বছরের শিশু রিয়া গোপ। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় রিয়া গোপ মৃত্যুবরণ করে। এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল।

সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনে এটি মহিলা ক্রীড়া কমপ্লেক্স হিসেবে পরিচিত হলেও এটি আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট ও শেখ কামালের প্রয়াত বধূর নামে নামকরণ হয়েছিল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে বেশকিছু স্থাপনা ও সংস্থার নাম পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনাগুলোর নামে পরিবর্তন এসেছে। যেমন দেশের সবচেয়ে প্রধান ক্রীড়া ভেন্যুর নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে পরিবর্তন হয়ে জাতীয় স্টেডিয়াম হয়েছে।

জাতীয় স্টেডিয়ামের সামনেই থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।

ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার আজ নতুন নামকরণ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠিতে এই স্থাপনার নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন।

banner close
banner close