বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ২০:২২

শেয়ার

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ। জানা গেছে, নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন তিনি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সবমিলিয়ে ২২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে বলে জানা যায়। এর মধ্যে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি।

এর ফলে চলতি মাস থেকে আর বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার নন মাহমুদউল্লাহ।

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমেরও নাম ছিল। তবে সম্প্রতি মুশফিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তবে তাদের পারফরম্যান্স সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি। টুর্নামেন্টের পর মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও মাহমুদউল্লাহ এখনো তেমন কিছুর ঘোষণা দেননি।

banner close
banner close