বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

টাইব্রেকারে ৪-১ গোলে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পিএসজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ০৯:৫৪

শেয়ার

টাইব্রেকারে ৪-১ গোলে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পিএসজি
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে একের পর এক আক্রমণ করেও লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি।

এবার ঘরের মাঠ অ্যানফিল্ডে বল পায়ে ও গোলে শট নিয়ে কর্তৃত্ব করেছে লিভারপুল। তবে ডেম্বেলের গোলে ১-০ গোলে হারে অল রেডসরা।

মঙ্গলবার ম্যাচ দুই লেগ মিলিয়ে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও সমতায় শেষ হওয়ায় টাইব্রেকারে যায়। সেখানে ৪-১ গোলে জিতেছে পিএসজি।

লিভারপুল ঘরের মাঠে প্রথম তিন শটের দুটি মিস করে। পিএসজি চার শটেই গোল করে গ্রুপ পর্বে শীর্ষে থেকে নকআউটে আসা লিভারপুলকে বিদায় করে দিয়েছে।

 

banner close
banner close